রূপসা প্রতিনিধি :
হিন্দল ওলি হযরত খাজা মঈনউদ্দিন চিস্তী (র.আ.) ৮১১ তম ওফাত দিবস উপলক্ষে রূপসা খানকা-এ- চিস্তীয়া দরবার শরীফ এর উদ্যোগে দুই দিনব্যাপি ৩১তম পবিত্র ফাতেহা শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রূপসার জয়পুরস্থ চিস্তিয়া মনজিলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের হাকিমপুর মাদ্রাসার মুহতামিম ও দারুস সালাম জামে মসজিদ খতীব, আলহাজ্ব মাওলানা আব্দুল মাবুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমগুড়িয়া দরবার শরীফের (ভারত) প্রধান খলিফা শাহ্ সুফি সৈয়দ সফিউর রহমান চিস্তী (কাচ্চু)। বিশেষ অতিথি ছিলেন ইসলামি আলোচক মুফতি ফজলুল্লাহ্ আল মাসুম।
এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার আব্দুর রহিম শেখ, অবসরপ্রাপ্ত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব এসএম আবু হারুনার রশীদ,মাদ্রাসা সুপার মাওলানা মোঃ খবীরুদ্দীন,
আলহাজ্ব স ম মাহবুবুর রহমান, আলহাজ্ব আব্দুল গফুর কোরেশি, হাফেজ মাওলানা হোসাইন আহমেদ, আলহাজ্ব আবুল হোসেন, হাফেজ মাওলানা মোঃ রুবেল, মোঃ গোলাম মওলা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260