কোর্ট পাড়ার সেই মেয়েটা আজ বিশ্ব নন্দিত শিল্পী | বঙ্গ নিউজ

কোর্ট পাড়ার সেই মেয়েটা আজ বিশ্ব নন্দিত শিল্পী

15 September 2025, 10:51:44

বিধান চন্দ্র রায় :

কুষ্টিয়া কোর্ট পাড়ার সেই মেয়েটা বিশ্বব্যাপী পরিচিত হয়েছিল লোক সংগীতের বরেণ্য শিল্পী হিসেবে। তিনি হচ্ছেন ফরিদা পারভীন। লালনের গান কণ্ঠে ধারণ করে সংযোজন করেছিলেন ভিন্ন মাত্রা। প্রচলিত বাউল গানের পাশাপাশি তার পরিবেশনা অনেক বেশি গ্রহন করেছিল শ্রোতা ও দর্শক বৃন্দ।

দেশের পাশাপাশি বিশ্বদরবারে ও তিনি লালন সাঁইয়ের বাণী ও সুরকে তুলে ধরেছিলেন। লালন সাঁইজির গানের বাণী ও সুরকে জনপ্রিয় করতে ফরিদা পারভীন ছুটে বেড়িয়েছেন দেশে ও দেশের বাইরে। জাপান, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আরও বহু দেশে লালনসংগীত পরিবেশন করেছেন তিনি।

এজন্য পেয়েছিলেন অসংখ্য স্বীকৃতি। ১৯৮৭ সালে পেয়েছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একুশে পদক ।১৯৯৩ সালে ‘অন্ধ প্রেম’ চলচ্চিত্রে ‘নিন্দার কাঁটা’ গানটির জন্য শ্রেষ্ঠ সংগীত শিল্পী (নারী) হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ।
২০০৮ সালে সেরা সঙ্গীতের জন্য পুরষ্কৃত হন জাপানে
‘র ফুকুওয়াকা এশিয়ান কালচারাল সোসাইটি থেকে।

বাংলার ঐতিহ্য লালিত জামদানি শাড়িকে তিনি এনে দিয়েছেন এক অনন্য মাত্রা। দেশে এবং দেশের বাইরে কোথাও সঙ্গীত পরিবেশন করলে সেদিকেও থাকতো তার অপরিসীম দৃষ্টি,পরণে থাকতো তার জামদানী শাড়ি। শিশুদের লালন সঙ্গীত শিক্ষার প্রসারে “অচিন পাখি স্কুল” নামে একটি গানের স্কুল গড়ে তুলেছিলেন তিনি ঢাকার তেজকুনিপাড়ায়।

কিন্তু পরপাড়ের ডাকে খাঁচা ছাড়তে হলো তাকে।
ভর্তি হয়েছিলেন ০২ সেপ্টেম্বর,ডায়ালাইসিস করার জন্য। পরে বিভিন্ন জটিলতা তৈরি হলে ভেন্টিলেশনে
নেওয়া হয়। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর শনিবার রাত ১০টা ১৫ মিনিটে বন্ধ হয়ে যায় শ্বাস প্রক্রিয়া। এই পৃথিবীর আলো হাওয়া ছেড়ে তিনি চলে গেলেন অন্য লোকে। জীবনের শেষ ক’টা দিন তার কেটেছিল মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল হাসপাতালের বেডে।

এর আগেও তিনি ২০২১ সালের ১২ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে। সে সময় করোনা সংক্রমণের পাশাপাশি ফরিদা পারভিন দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ থাইরয়েড জটিলতায় ভুগছিলেন – জানিয়েছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

সে সময় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। সে টিমে ছিলেন কিডনী রোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. রানা মোকাররম হোসেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ গৌতম সেন, ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আনুল হানান এবং ডা. মেহদি হাসান। বিভিন্ন উপসর্গ থেকে মুক্ত করে ফেরত পাঠিয়েছিলেন তাঁরা। সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছিলেন ২০ এপ্রিল,মঙ্গলবার। এবারে আর তা হলো না।

২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর রোববার সকাল ১১টার দিকে সকলে শেষ শ্রদ্ধা জানাবেন এই জন্য নেওয়া হলো ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। লালন কন্যা ফরিদা পারভীনের মরদেহ যখন সেখানে পৌঁছেছিল তখন প্রকৃতি ছিল বর্ষন মুখর,পারিপার্শ্বিকতা ছিল শোকে ম্রিয়মাণ। কিন্তু মানুষের ঢল নেমেছিল সব বৈরি আবহাওয়া উপেক্ষা করে।

সাধারণ মানুষ, সঙ্গীত অঙ্গনের মানুষ, সংস্কৃতি জন ও তাঁর ভক্তরা ছুটে এসে যোগ দেন শেষকৃত্য অনুষ্ঠানে । তারপর প্রথম জানাযার আয়োজন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। এরপর মরদেহ বহনকারী গাড়িটি রওনা হয় কুষ্টিয়ায়
পথে।

কুষ্টিয়ার কোর্টপাড়ায় কেটেছে তার জীবনের এক অন্যতম অধ্যায়। কুষ্টিয়া সদর হাসপাতাল ১৯৬৮ সালে এন এস রোড থেকে স্থানান্তরিত হয়ে আসে কোর্টপাড়ার বর্তমান অবস্থানে। নাম দেওয়া হয়
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল।সেখানকার কোয়াটারে হাসপাতালের মেল নার্স হিসেবে বসতি গাড়েন তার বাবা দেলওয়ার হোসেন। কিছু দিন সরকারি বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করলেও পরে স্কুল পরিবর্তন করেন ফরিদা। কোর্টপাড়ার মীর মশাররফ স্কুলে ভর্তি হন। এসএসসি পাস করেন এই স্কুল থেকে ১৯৭২ সালে প্রথম ব্যাচে। ইন্টারমিডিয়েট করেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ থেকে। স্নাতক করেন কুষ্টিয়া কলেজ থেকে বাংলায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৭৬-৭৯ সালে।

কুষ্টিয়ায় মরদেহবাহী গাড়ি পৌঁছলে দ্বিতীয় জানাযা হয় কুষ্টিয়া সরকারি কলেজের মাঠে। এখানেও নেমেছিল অগুন্তী মানুষের ঢল। তারপর তাকে নেওয়া হয় কুষ্টিয়া পৌর গোরস্থানে। বাবা দেলোয়ার হোসেন ও মা রৌফা বেগমের কবরের পাশে লোক সংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন’কে শেষ শয্যায় শায়িত করা  হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: