কুরআনের আইন বাস্তবায়ন হলে ইসলামী শ্রম আইন বাস্তবায়ন হবে……….রূপসায় জামায়াতে আমীর মাওলানা কবিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামী খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে আগামী পার্লামেন্ট হবে ইসলামী পার্লামেন্ট। দেশে কুরআনের আইন বাস্তবায়ন হলে ইসলামী শ্রম আইন বাস্তবায়ন হবে। তিনি বলেন, আমাদের রাজনীতি হচ্ছে কুরআনের রাজনীতি। কুরআনের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আমাদের এ সংগ্রাম। আগামী পার্লামেন্টে কুরআনে রাজনীতি করার জন্য জামায়াতে ইসলামী প্রস্তুতি নিচ্ছে। কুরআন নিয়ে অপপ্রচার করা হচ্ছে। কুরআন নিয়ে কোনো অপরাজনীতি করা যাবে না। কুরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষ জেগে উঠেছে।
গতকাল শুক্রবার বিকাল ৩টায় রূপসা ব্যাংক মোড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন নৈহাটী ইউনিয়ন শাখা
আয়োজিত ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা লাবিবুল ইসলাম, সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন রূপসা উপজেলা সভাপতি মোঃ জসিম উদ্দীন, জামায়াতে ইসলামী নৈহাটী ইউনিয়ন আমির মুফতি মাওলানা মহিউদ্দীন শেখ, শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ শেখ, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দীন, মোঃ আবুল খায়ের প্রমুখ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন নৈহাটী ইউনিয়নের সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগমার ইউনিট সভাপতি মোঃ রাজিবুল ইসলাম রাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশন, রহিম নগর ইউনিটের সভাপতি মোঃ আলাউদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, রহমানিয়া ইউনিটের সভাপতি মোঃ হাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন গোডাউন মোড় ইউনিটের সভাপতি
মোঃ সাগর শেখ সুজন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, স্কুল মোড় ইউনিটের সভাপতি মোঃ ইসমাইল হাওলাদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন মাহিন্দ্র ইউনিটের সহ-সভাপতি মোঃ মহিদুল শেখ, শ্রমিক কল্যাণ ফেডারেশনে মাহিন্দ্র ইউনিটের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নৈহাটী ইউনিয়নের সভাপতি মোঃ আরমান হোসেন রাজ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নৈহাটী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, নৈহাটি ইউনিয়নের সহ সভাপতি মোঃ শাহ আলম রানা,
রূপসা উপজেলা দোকান-মালিক কর্মচারী ট্রেড ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা দোকান-মালিক কর্মচারী ট্রেড ইউনিয়নের সহ-সভাপতি জি এম আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ আল-আমিন হাওলাদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন রূপসা উপজেলার প্রচার সম্পাদক মোঃ নাজমুল হাসান পিয়াল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ ইমরান হোসেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: