কুড়িগ্রামের তিন আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী | বঙ্গ নিউজ

কুড়িগ্রামের তিন আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী

7 February 2025, 6:45:58

 

আখতারুজ্জামান আসিফ:

কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলা চারটি সংসদীয় আসনে বিভক্ত। এর মধ্যে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি, তবে শিগগিরই ঘোষণা করা হবে।

কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা নিয়ে কুড়িগ্রাম-২ আসন গঠিত। সেখানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার এই আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত।

শুধু উলিপুর উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৩ আসন। এ আসনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুব আলম সালেহীকে প্রার্থী করা হয়েছে।

রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৪ আসন। এই আসনে রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমির আলহাজ মোস্তাফিজুর রহমান মোস্তাককে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

এর আগে তিনি রৌমারী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি রৌমারী উপজেলার জাদুর চর ইউনিয়নের দিগলাপাড়া এলাকার বাসিন্দা।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: