ম্যাজিক ও কমেডিতে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের জন্য “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৫” সম্মাননা পুরস্কার পেলেন বাংলার বিন খ্যাত রাশেদ শিকদার
নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার (২৫ জুলাই) রাতে রাজধানীর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর উদ্যোগে ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল এর ইভেন্ট ব্যবস্থাপনায় ৪র্থ ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান।বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্যতার বিবেচনায় এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ, ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারাল ম্যানেজার মো কামরুল ইসলাম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, ডন বসকো স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল লস্কর নাহার, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর, টিআইবির সদস্য জাহিদ আহমেদ, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশ চট্রগ্রাম বিভাগের ভাইস প্রেসিডেন্ট আব্দুল নূর। অনুষ্ঠানের মূল কো-অর্ডিনেটর ও সঞ্চালনায় ছিলেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।
অনুষ্ঠান প্রসঙ্গে রুহিত সুমন বলেন, মিডিয়া ও সামাজিক অঙ্গনের গুণীদের নিয়ে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’-এ সহযোগিতাকারী সকল স্পন্সর, পার্টনার ও সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ময়ূরপঙ্খীর সামনের ইভেন্টগুলোতেও সবার সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষভাবে ধন্যবাদ জানাই সম্মানিত সকল অতিথি, শিল্পী, কলা-কুশলী, সাংবাদিক, গণমাধ্যম-কর্মী ও দর্শকদের যাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করেছে। আজীবন সম্মাননা প্রদান করা সাংবাদিকতার অসামাণ্য অবদানের জন্য এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদকে । অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহতের প্রতি ।
অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন চিত্রনায়ক সজল, অভিনেত্রী কুসুম সিকদার, মৌসুমি হামিদ, চিত্রনায়িকা শিরিন শিলা, আঁচল আখি, তানহা তাসনিয়া, প্রিয়াংকা জামান, মিষ্টি জান্নাত, কোরিওগ্রাফার গৌতম সাহা, সংগীত শিল্পী পুতুল, পুলক, বারিশ হক, ক্রিকেটার আব্দুর রাজ্জাক, উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, তমা রশীদ, ইমতু, বিজ্ঞাপন নির্মাতা বাপি সাহা, ডাঃ সাকিবা নোভা, সাজিদ খান, আহমেদ বিন সজিব, মোঃ আশিক মিয়া, উম্মান নাহার আজমী, মন্দিরা চক্রবর্তী, আবু নাঈম, তাসিন-তাজিমসহ বিভিন্ন সেক্টরের গুনী ব্যক্তিবর্গ । সাংকৃতিক পর্বে পারফর্মেন্স করে একঝাঁক শিল্পীবৃন্দ ।
চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, রূপসজ্জা, বিজ্ঞাপন, খেলাধুলা, রাজনীতি, সাংবাদিকতা, আইন-শৃঙ্খলা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, শিক্ষা, রন্ধনসহ বিভিন্ন সেক্টরের তারকা বন্ধুদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
“ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড” সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে রাশেদ শিকদার কে তার অনুভুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ম্যাজিক শো এবং কমেডিতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড পেয়ে আমি সত্যিই আনন্দিত, গর্বিত এবং কৃতজ্ঞ। এ সম্মান শুধু আমার শিল্পীসত্তার জন্য এক বিশাল প্রাপ্তি নয়, বরং আমার দীর্ঘদিনের সাধনা, পরিশ্রম এবং দর্শকদের ভালোবাসার এক অনন্য স্বীকৃতি। এই পুরস্কার আমাকে নতুন করে অনুপ্রেরণা দিচ্ছে, আরও মন ছুঁয়ে যাওয়া পারফরমেন্স উপহার দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই আয়োজকদের, শ্রোতাদের, এবং আমার প্রিয় শুভানুধ্যায়ীদের, যারা সব সময় পাশে ছিলেন, আছেন, থাকবেন।
Developed by bd it support
