এ গ্রন্থ কেবল ভৌতিক অনুষঙ্গের গাঁথা নয়,ভয়ঙ্কর অদৃশ্য প্রেতাত্মাদের শব গন্ধময় শূণ্যতা…………….. লেখিকা সঞ্চারী ভট্টাচার্য্য

বিনোদন সাথে কল্পলোকে বিচরণ করে ভয়ংকর সব অভিজ্ঞতা পেতে বইটি’র অনবদ্য লেখনি আপনার আবেগ আপ্লূত করবে।
আজই বইটি সংগ্রহ করুন।আপনার প্রিয়জনকে বই উপহার দিন।একটা ভালো বই হাজারটা বন্ধুর চেয়ে উত্তম।
বইয়ের নাম :- বিহত বিভীষিকা
লেখক :- সঞ্চারী ভট্টাচার্য্য
প্রচ্ছদ :- বৃষ্টি
মূল্য :- ২৫০ টাকা
বিষয় :- ভৌতিক অলৌকিক
প্রাপ্তিস্থান :- ( কলেজ স্ট্রিট কলকাতা / সূর্য্য সেন স্ট্রিট )
১। জানকি বুক ডিপো
২। বিমলা বুক এজেন্সি
৩। দে বুক স্টোর
৪। আদি দে বুক স্টোর
৫। অভিযান বুক ক্যাফে
৬। ধ্যানবিন্দু
৭। রিড বেঙ্গলি বুক স্টোর
বইয়ের বিষয়বস্তু :-
বিহত বিভীষিকা—সঞ্চারী ভট্টাচার্যের কলমচালিত এক বিপন্ন বর্ণনাবিশ্ব, যেখানে অদৃশ্য ছায়ার মতো ছড়িয়ে রয়েছে শবগন্ধময় শূন্যতা। এ গ্রন্থ কেবল ভৌতিক অনুষঙ্গের গাথা নয়—এ এক বিপরীতধর্মী অনুরণন, যেখানে শব্দ নয়, নিস্বনিতিই প্রধান চরিত্র। প্রতিটি গল্প যেন একেকটি কালজর্জর গূঢ়পট, যার অন্তঃস্থলে লুকিয়ে আছে অতৃপ্ত আত্মার আর্তনাদ, ক্রূর সময়ের অভিশাপ, আর মৃত্যুজাগরিত প্রহরের অমোঘ নিয়তি।এই সংকলনে ভয় পদার্থ নয়, এক সত্তা—যা নীরব নৈঃশব্দ্যের অন্তর্লীন প্রলাপ হয়ে উদ্ভাসিত। পুরাকালের মৃতচিহ্ন, লোকশ্রুতির কালিমালিপ্ত ছায়া, শবসাধনার গূঢ়গন্ধ আর নৈরাশ্যের মগ্নপ্রেতর আশ্রয়—সব মিলিয়ে এক ভীষণ বিভ্রমের বয়নরীতি। পুথিপর্বত থেকে উঠে আসা এক টালমাটাল জগৎ, যেখানে বাস্তব ও বিভ্রমের সীমারেখা বিলীন।সঞ্চারীর ভাষা তির্যক, দহনাত্মক, অথচ আশ্চর্যভাবে সৌন্দর্যবাহী। তাঁর প্রতিটি বাক্যে প্রতিধ্বনিত হয় নিরুপায়তার বেদনা, অতৃপ্তির গর্জন এবং ভয়াল অভিজ্ঞতার অলৌকিক গীত। এই গ্রন্থের প্রতিটি চরিত্র একেকটি জাগ্রত ছায়া, যারা জীবনের সীমান্ত রেখা অতিক্রম করে ঢুকে পড়ে পাঠকের চেতন-অচেতনের ভেতরে। এমনকি গল্প শেষ হয়ে যাওয়ার বহুক্ষণ পরে, শব্দ নিঃশেষিত হলেও, কোথাও এক অদৃশ্য দৃঢ়তা থেকে যায়—মনে হয়, পেছনে দাঁড়িয়ে কেউ শ্বাস নিচ্ছে।
বিহত বিভীষিকা পড়ে পাঠক কেবল কল্পনার জগতে ভ্রমণ করেন না, বরং আত্মার অলিন্দে নেমে যান—যেখানে অন্ধকার নিঃশ্বাস ফেলে, নিঃশব্দে। এটি একটি পাঠ নয়, বরং এক অরূপ যাত্রা—ভয়ের অস্তিত্বকে নতুনভাবে উপলব্ধির প্রয়াস। এটি এমন এক সাহিত্যের শিরা, যেখানে জল নয়, বয়ে চলে অতৃপ্ত আত্মার স্নিগ্ধ শীতলতা।পাঠকের প্রতি একটিমাত্র আহ্বান—এই গ্রন্থকে স্পর্শ করার পূর্বে নিশ্চিত হোন, আপনি একা নন। কেননা কিছু শব্দ চোখে পড়ে না, তারা আত্মায় গেঁথে থাকে। আর একবার যে বিভীষিকা বিহত হয়, সে সহজে ফিরে যায় না।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: