এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই একই সার্বভৌমত্বে ও সম্প্রীতির ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ……………… রূপসায় আজিজুল বারী হেলাল | বঙ্গ নিউজ

এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই একই সার্বভৌমত্বে ও সম্প্রীতির ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ……………… রূপসায় আজিজুল বারী হেলাল

11 October 2024, 6:54:53
রূপসা প্রতিনিধিঃ
 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেছেন বাংলাদেশে এ বছর বিপুল সমারোহের মধ্যে দিয়ে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই স্থলভাগে ও আবহাওয়ায় বেড়ে উঠেছে। সকল ধর্মের মানুষেরা সম্প্রীতি ও ভ্রাতৃত্ব  বন্ধনে আবদ্ধ রয়েছে।  তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন, বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এদেশে কেউ সংখ্যালঘু নয়। আজিজুর বারি হেলাল বলেন ৫ আগষ্ট অসুর শক্তিকে বিনাশের মধ্যে দিয়ে এদেশে বিপ্লব সংঘটিত হয়েছে। সেই বিপ্লব কে ধরে রাখা এবং অসুর শক্তিকে বিনাশ করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী । বিএনপিতে কোনো চাঁদাবাজ,দখলবাজ,জুলুমবাজ ,অত্যাচারী এবং সন্ত্রাসীদের ঠাঁই নাই। দলের পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আজ ১১ অক্টোবর দুপুরে রূপসা উপজেলার তিলক কুদির বটতলা শ্মশান কালী মন্দিরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক,মন্দির কমিটির আহবায়ক বিকাশ মিত্রের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি  জুলফিকার আলী জুলু,মোল্যা খায়রুল ইসলাম,শেখ আঃ রশিদ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হোসেন বাবু,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যাঃ সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা বিএনপির সাবেক যুগ্ন  সাধারণ সম্পাদক  জিএম কামরুজ্জামান টুকু।
বক্তৃতা করেন বিএনপি নেতা রয়েল আজম,আঃ মালেক শেখ, শেখ আবু সাঈদ,মহিউদ্দিন মিন্টু,আনোয়ার হোসেন,আজিজুর রহমান,দিদারুল ইসলাম,আসাবুর রহমান,রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,জেলা হিন্দু হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের যুগ্ম আহবায়ক রাজু কুমার দাস।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খন্দকার শরিফুল ইসলাম,খায়রুল ইসলাম সবুজ,সাবেক ছাত্রনেতা এ্যাডঃ তাফসিরুজ্জামান,মিকাইল বিশ্বাস,বাদশা জমাদ্দার,মুন্না সরদার,কবির শেখ,খান আলিম হাসান,মোল্যা রিয়াজুল ইসলাম,তরিকুল ইসলাম রিপন,জহিরুল হক শারাদ শামীম হাসান,আবু সাঈদ,ইসরাইল বাবু,মনিশংকর রায়,খন্দকার ইমরান হোসেন প্রমূখ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: