একাকিত্বকে ভালোবাসা
✍️ রীমা সাথী
নীরবতা উপভোগ করতে পারলে
নীরবতা সত্যি সুন্দর !
রাতের আকাশ দেখো, দেখো তাকিয়ে,
ওই যে চাঁদ দেখতে পাচ্ছো !
কি সুন্দর জ্বলজ্বল করছে,
চাঁদের সৌন্দর্য উপলব্ধি করো..
দেখবে মনের কষ্টগুলো কেমন যেন উবে গেছে।
মিশে যাও আরো, রাতের সাথে জড়িয়ে রাখো নিজেকে,
কী অসাধারণ অনূভুতি তাইনা !
টের পাচ্ছো? হ্যা পাচ্ছো !
তোমার মন খারাপগুলো রাতের সাথে মিশে একাকার হয়ে গেছে।
এবার একটু হাসো, রাতের কাছে গিয়ে বসো,
আর ভালোবাসো !
সবাই তোমাকে বোকা ভাবলে ভাবুক, ভাবতে দাও,
তুমি শুধু রাতের সাথে ভাসো,
ইচ্ছে মতো রাতকে ভালোবাসো।
একাকিত্বকে ভালোবাসো,
আর পিনপতন নীরবতাকে ভালোবাসো।
বুকের ভেতর তুমুল শূন্যতার অনুভব কেটে যাবে,
কোনরকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া তোমার জমানো কষ্টগুলো
কাঁদতে কাঁদতে রাতকে বলা যাবে।
একাকিত্বকে ভালোবেসে ফেললে
দেখবে তুমি দুনিয়ার বুকে সবথেকে সুখী মানুষ।
ভাবতে থাকো আর ভাসতে থাকো,
ভাসতে থাকো আর হাসতে থাকো,
আর রাতের নীরবতাকে ভালোবাসতে থাকো।
Developed by bd it support
