বঙ্গ সাহিত্য ঃ
বর্তমান সময়কার আলোকিত মানুষ , বাচিক শিল্পী, কবি,সাহিত্যিক, আবৃত্তিকার, গুনীব্যক্তিত্ব বিধান চন্দ্র রায়। কবি ও আবৃত্তিশিল্পী বিধান চন্দ্র রায় একজন প্রখ্যাত বাঙালি কবি, যিনি কুষ্টিয়া জেলার কোর্টপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এলএলবি ,এলএলএম ও এমবিএ অর্জন করেন। আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন। কবিতা ও আবৃত্তি তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি তার লেখা কবিতা ও আবৃত্তির জন্য অসংখ্য পুরষ্কার ও সম্মাননা পদক অর্জন করেন।
বিধান চন্দ্র রায়ের কবিতার মধ্যে জীবনের বাস্তবতা, মানবিক অনুভূতি ও সমাজের প্রতি দায়বদ্ধতা প্রতিফলিত হয়। তিনি বাংলা-কবিতা ডট কমে নিয়মিত কবিতা প্রকাশ করেন, যেখানে তাঁর ২৫৫টি কবিতা পাওয়া যায়।
www.bangla-kobita.com
তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে:
"ফাঁদ"
"অলৌকিক ভোর"
"গোঁয়ার ব্যাধের হাতে"
"আশঙ্কার শহর"
"পথ"
এই কবিতাগুলোতে তিনি জীবনের নানা দিক, যেমন সংগ্রাম, স্বপ্ন, বাস্তবতা ও মানবিক সম্পর্ক নিয়ে ভাবনা প্রকাশ করেছেন।
বিধান চন্দ্র রায়ের কবিতা পাঠ করতে চাইলে আপনি বাংলা-কবিতা ডট কমের এই পাতায় যেতে পারেন:
www.bangla-kobita.com
এছাড়া, তাঁর কবিতা ও আবৃত্তি শুনতে চাইলে তাঁর ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন:
YouTube
রূপসা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মো: মোস্তাফিজুর রহমান বিধান চন্দ্র রায় সম্পর্কে বলেন- আমি বিধান চন্দ্র রায়ের কবিতা আবৃত্তি যখন কোন অনুষ্ঠানে শুনি তখন বিমোহিত হয়ে যায়।তার স্বরচিত কবিতা পাঠ না শুনে থাকলে মন্তব্য করাটা অর্বাচীন বলে মনে করি।তিনি একজন বহুগুনে গুণান্বিত গুনীজন ব্যক্তি।তাঁর মতো গুনিজনের কদর করতে সবাই জানেনা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260