আ:লীগের শাসনামলে দেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল……….মাওলানা হামিদুর রহমান আজাদ | বঙ্গ নিউজ

আ:লীগের শাসনামলে দেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল……….মাওলানা হামিদুর রহমান আজাদ

22 November 2024, 1:54:35

 

রূপসা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হামিদুর রহমান আজাদ বলেন,
স্বৈরাচার আওয়ামী সরকার গত ১৫ বছরে শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, আইনের শাসন ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের মানবাধিকার, বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।

শুধুমাত্র বিরোধী মতের কারণে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করছে। এই সরকার জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের উপরে গত ১৫ বছরে সীমাহীন দমন-নিপীড়ন, জুলুম-নির্যাতন চালিয়েছে। এই স্বৈরাচারের হাত থেকে দেশের মানুষকে মুক্তির জন্য ছাত্র জনতা আন্দোলন করে তাদের দেশ ছাড়া করেছে।

তিনি আরো বলেন, কোনো মানুষেরই কথা বলার স্বাধীনতা ছিল না। কোনো মানুষেরই অধিকার ছিল না। এদেশের মানুষের উপার্জিত অর্থ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।
বাংলাদেশের অর্থনীতি, বিচারবিভাগ,গণতন্ত্র সবকিছুই ধ্বংস করেছে আওয়ামী লীগ।
জামায়াত ইসলামী একমাত্র দেশের মানুষকে শান্তিতে রাখতে পারে। তাই সকলেই ইসলামের পথে থেকে দেশের উন্নয়নে শান্তির পতাকা উড়াতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার কর্মী সম্মেলন শুক্রবার সকাল ৯ টায় রূপসা রেল স্টেশন মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

রূপসা উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও আমির খুলনা মহানগর অধ্যাপক মাহফুজুর রহমান, আমীর খুলনা জেলা শাখার মাওলানা ইমরান হোসাইন, খুলনা জেলা শাখার নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান।

উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন এর পরিচালায়
বক্তৃতা করেন রূপসা উপজেলা শাখার আমির মাস্টার মোঃ ফজলুল হক, সহ সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সূরা সদস্য এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: