শনিবার ২৫ অক্টোবর, ২০২৫

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায়,১১ জন আটক

22 October, 2025 12:49:37


মো: মোশারেফ আলী সোহেল:

খুলনা নগরীর আবাসিক হোটেলের আড়ালে চলছিল অসামাজিক কার্যক্রম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ অক্টোবর) রাতে খুলনা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে। অভিযান পরিচালিত হয় শহরের ডাকবাংলা মোড়স্থ হোটেল খুলনা গার্ডেন আবাসিক এবং লোয়ার যশোর রোডস্থ হোটেল এনিটা আবাসিক-এ। এ সময় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ৬ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— হাসিব (২৫), সোনিয়া খাতুন (২৩), লিমা খাতুন (২৩), অনু আক্তার (১৯), ফারা হোসেন ইতি (৩৬), রমজান মোড়ল (২৪), নয়ন মোল্যা (৩২), মাকসুদুল ইসলাম (২৪), সাব্বির হাওলাদার (১৮), ফাতেমা (২৮) ও তামান্না (৩০)। খুলনা সদর থানা পুলিশ জানায়, স্থানীয়দের অভিযোগের পর তদন্তে এসব হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম চলছিল বলে সত্যতা পাওয়া যায়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয়দের দাবি, শহরের পরিবেশ রক্ষায় এসব হোটেলের তদারকি আরও জোরদার করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা যায়।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support