অলৌকিক চরিত্রদের অলিখিত আত্মজীবনী, এই গ্রন্থে দেবতা নয়,তাঁদের বাহনেরাই মুখ খুলছে——- “দেববাহনিকা “। বইটি পড়ে অজানা কথা ও তথ্য জানুন | বঙ্গ নিউজ

অলৌকিক চরিত্রদের অলিখিত আত্মজীবনী, এই গ্রন্থে দেবতা নয়,তাঁদের বাহনেরাই মুখ খুলছে——- “দেববাহনিকা “। বইটি পড়ে অজানা কথা ও তথ্য জানুন

2 May 2025, 11:41:50
  1. আজই আপনার এলাকার প্রসিদ্ধ লাইব্রেরি থেকে স্বপ্ন প্রকাশনীর লেখিকা সঞ্চারী  ভট্টাচার্য্যের লেখা ‘দেববাহনিকা’ সংগ্রহ করুন।

বইয়ের নাম : দেববাহনিকা
মূল্য : ৩০০ টাকা
লেখিকা : সঞ্চারী ভট্টাচার্য্য
প্রকাশন : স্বপ্ন প্রকাশন
প্রচ্ছদ : বৃষ্টি

“ঈশ্বরের আলো নয়, যাঁরা সেই আলোর ভার বহন করেন—এই গ্রন্থ তাঁদের কাছে এক স্তবগাঁথা, তাঁদের জাগরণস্মারক।”

বিষয়বস্তু

তাঁরা পুজোর কেন্দ্রে নন, অথচ পুজো তাঁদের ছুঁয়েই সম্পূর্ণ।তাঁরা আকাশের দেবতা নন, অথচ তাঁদের পিঠে চড়ে নামেন অমর্ত্য শক্তির প্রতীক।তাঁরা অলংকার পরেন না, তাঁদের নামে মন্ত্রও উচ্চারিত হয় না,তবুও তাঁদের না জেনে দেবতাকে চেনা অসম্ভব।

‘দেববাহনিকা’ সেই হারিয়ে-যাওয়া কণ্ঠস্বর, যাকে পুরাণ চুপ করিয়ে রেখেছিল সহস্রাব্দ ধরে।এ বই দেবতার বাহনদের নিয়ে—তবে শুধু পরিচিত তথ্য নয়,প্রতিটি প্রাণের অন্তর্লীন ইতিহাস, ত্যাগ, রাগ, নীরব গৌরব—
যা দেবতাদের অস্তিত্বকেও গভীরতর করে তোলে।

এই বইয়ে সিংহের গর্জনে শোনা যায় চণ্ডীকাব্যের রক্তগন্ধ,নন্দীর নীরবতাই জাগায় তপস্যার মেঘঘেরা অভিমান,গরুড়ের বিস্তার ছুঁয়ে যায় বিষ্ণুর যুগযাত্রার শ্বাস,পেঁচার চোখে ধরা পড়ে লক্ষ্মীর এক শীতল ও কঠিন দূরদৃষ্টি,
ময়ূরের পেখমে খেলে যায় যুদ্ধ আর সৌন্দর্যের দ্বন্দ্ব—

এ যেন অলৌকিক চরিত্রদের অলিখিত আত্মজীবনী।এই গ্রন্থে দেবতা নয়, তাঁদের বাহনেরাই মুখ খুলেছে—ভেঙেছে যুগের পর যুগের নীরবতা।তাঁদের কণ্ঠে ফুটে উঠেছে ঈশ্বরকে বহন করার গৌরব, ক্লেশ, এবং
আদিম জীবনের বিস্মৃত ব্যথা।

‘দেববাহনিকা’ কোনো পৌরাণিক অভিধান নয়।এ এক নব-পুরাণ, এক অলৌকিক দৃষ্টিকোণ,যেখানে ঈশ্বরকে বুঝতে হলে, তাঁর বাহকের চোখে তাকাতেই হবে।

যাঁরা পুরাণকে কেবল পুজোর গল্প ভাবে‌ন—তাঁদের বলি,এ গ্রন্থে আপনি দেবতার নয়, শক্তির প্রকৃত ছায়াটিকে চিনবেন।এ বইতে ঈশ্বরকে নয়, তাঁর নীরব বাহকদের আর্তস্বরে সত্যকে ছুঁয়ে থাকবেন।

সঞ্চারী ভট্টাচার্য্যের কলমে, শব্দ হয়ে জেগে উঠেছে বাহনরা—আর ‘দেববাহনিকা’ হয়ে উঠেছে তাঁদের চিরকালীন গর্বগাথা।এ শুধু বই নয়—এ এক দীপ্ত অভিযাত্রা,যেখানে প্রতিটি পৃষ্ঠা ধ্বনিত করে—

“যিনি বহন করেন, তিনি কেবল বাহক নন—তিনিও তো শক্তি।”

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: