রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

অবেলার ডাক সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক রিসালাত মীরবহর চিকেন পক্সে আক্রান্ত

4 February, 2025 6:16:27

 

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক মো. রিসালাত মীরবহর চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি ঢাকায় একটি চাকরির জন্য মেসে থাকতে শুরু করেন তিনি। সেখানে প্রথমে মেসের একজন সদস্য চিকেন পক্সে আক্রান্ত হন। আক্রান্ত ব্যাক্তি বাড়ি চলে যাওয়ার ২/১ দিন পরেই জ্বর অনুভব করতে শুরু করেন অবেলার ডাক সম্পাদক। এরপর তিনিও বাড়ি চলে আসেন। বর্তমানে তিনি বেশ অসুস্থ অবস্থায় রয়েছেন। চিকেন পক্স ছাড়াও তিনি প্রচন্ড জ্বর, প্রচুর কাশি ও গা ব্যাথায় ভুগছেন। জ্বরের কারণে তার শারিরীক দূর্বলতা দেখা দিয়েছে। এছাড়া পক্সের কারণে শরীরের বিভিন্ন জায়গায় ফোসকা তৈরি হয়েছে। তিনি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support