শনিবার ২৫ অক্টোবর, ২০২৫

নগরীতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

7 November, 2024 6:35:57

নিজস্ব প্রতিনিধি:

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভলপমেন্ট (আইক্যাড) এর যৌথ আয়োজনে কোলোকাল প্রোজেক্টের আওতায় আজ সকালে নগরীর হোটেল ক্যাসেল সালামে জলবায়ু পরিবর্তন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই সংলাপের সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। প্রোজেক্ট অফিসার ফাহামিদ মোহতাসীন এর সঞ্চলনায় প্রকল্পের কার্যক্রম ও সংলাপের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. খন্দকার আয়াজ রাব্বানি।
বর্তমান বিশ্বে ও বাংলাদেশে জলবায়ু পরিবর্তন নীতি এবং কমিউনিটি ভিত্তিক অভিযোজনের প্রযোজনীতা, চ্যালেঞ্জ ও উপকূলিয় মানুষেয় দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রকল্পের সাথে স্থানীয়দের কিভাবে যুক্ত করা যায় তার উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার মো: শাহাদাৎ হোসেন, রাফিয়া আনজুম রিমি ও ইশরাত জাহান।
সংলাপে মুক্ত আলোচনার বক্তব্য রাখেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক হাসনা হেনা, পল্লী দারিদ্য বিমোচন ফাউন্ডেশনের উপ পরিচালক অসীম কুমার সিকদার, বিআরডিবির উপ পরিচালক মো: নাসির উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: এমদাদুল হক, দাকোপ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার রায়, বিভাগীয় সমাজসেবা কার্যলয়ের উপ পরিচালক খান মোতাহার হোসেন, সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, নারী নেত্রী শামিমা সুলতানা শিলু, দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস প্রমুখ।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support