নগরীতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত | বঙ্গ নিউজ

নগরীতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

7 November 2024, 6:35:57

নিজস্ব প্রতিনিধি:

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভলপমেন্ট (আইক্যাড) এর যৌথ আয়োজনে কোলোকাল প্রোজেক্টের আওতায় আজ সকালে নগরীর হোটেল ক্যাসেল সালামে জলবায়ু পরিবর্তন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই সংলাপের সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। প্রোজেক্ট অফিসার ফাহামিদ মোহতাসীন এর সঞ্চলনায় প্রকল্পের কার্যক্রম ও সংলাপের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. খন্দকার আয়াজ রাব্বানি।
বর্তমান বিশ্বে ও বাংলাদেশে জলবায়ু পরিবর্তন নীতি এবং কমিউনিটি ভিত্তিক অভিযোজনের প্রযোজনীতা, চ্যালেঞ্জ ও উপকূলিয় মানুষেয় দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রকল্পের সাথে স্থানীয়দের কিভাবে যুক্ত করা যায় তার উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার মো: শাহাদাৎ হোসেন, রাফিয়া আনজুম রিমি ও ইশরাত জাহান।
সংলাপে মুক্ত আলোচনার বক্তব্য রাখেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক হাসনা হেনা, পল্লী দারিদ্য বিমোচন ফাউন্ডেশনের উপ পরিচালক অসীম কুমার সিকদার, বিআরডিবির উপ পরিচালক মো: নাসির উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: এমদাদুল হক, দাকোপ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার রায়, বিভাগীয় সমাজসেবা কার্যলয়ের উপ পরিচালক খান মোতাহার হোসেন, সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, নারী নেত্রী শামিমা সুলতানা শিলু, দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস প্রমুখ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: